Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়াপতির স্মরণে মির্জাপুরে শ্রদ্ধা নিবেদন

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : দানবীর রণদা প্রসাদ সাহার ছোট মেয়ে কুমুদিনী ট্রাষ্ট্রের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জয়াপতির পরলোকগমনে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ও কালো ব্যাচ ধারণ করে শোক প্রকাশ করেছেন মির্জাপুর বাজারের ব্যবসায়ীরা।
গতকাল রোববার দুপুরে মির্জাপুর বাজার বণিক সমিতির উদ্যোগে এ শোক প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুর ১২টা বাজার সঙ্গে সঙ্গে মির্জাপুর বাজারের মসজিদ রোড, কলেজ রোড, মেইন রোড, বংশাই রোড ও থানা রোডের ব্যবসায়ীরা তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে যে যার প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে পড়েন। এ সময় জয়াপতির আত্মার শান্তি কামনা করে এক মিনিটি নিরবতাও পালন করেন তারা।
উল্লেখ্য গত ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় লন্ডনের বারনেট হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় পরলোকগমন করেন কুমুদিনী ট্রাষ্ট্রের সবেক এই ব্যবস্থাপনা পরিচালক।
মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী বলেন, মানবসেবাই দানবীর রণদা প্রসাদ সাহার প্রতিটি প্রতিষ্ঠান ও তার পরিবারে সদস্যরা যে ভাবে অবদান রেখে যাচ্ছে সে কারণে আমরা প্রত্যেকেই তাদের কাছে ঋণী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ