প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ধারাবাহিকের ভাগ্য নির্ধারণী টিআরপি সপ্তাহান্ত এসে পড়েছে। প্রতি সপ্তাহেই পাশা একেবারে বদলে যায়। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিতে রোজই নিত্য-নতুন চমকের পরিকল্পনায় মত্ত থাকে নির্মাতারা। একসময় টানা শীর্ষস্থান দখল করে রাখলেও বর্তমানে প্রতি সপ্তাহেই টিআরপির সিংহাসন থেকে নাম মুখ পরিবর্তন হচ্ছে ধারাবাহিকের। কখনও জি বাংলা এগিয়ে থাকে তো কখনও স্টার জলসা। প্রতি সপ্তাহেই এক একটা ধুন্ধুমার পর্ব চলছে প্রতিযোগিতায়। সফল হওয়ার দৌড়ে কে এগিয়ে থাকবে তা নিয়ে দর্শকরাও রীতিমতো টেনশনে থাকেন। বুধবারই গুঞ্জন উঠেছিল যে, বন্ধ হতে চলেছে স্টার জলসার ধুলোকণা ধারাবাহিক। নীল-তিয়াসার নতুন ধারাবাহিক বাংলা মিডিয়াম নাকি দখল করবে ধুলোকণার জায়গা। সেই নিয়ে দর্শকমহলেও চলছিল প্রতিবাদের ডামাডোল। এদিকে টিআরপিতে লালন-ফুলঝুরির পারফরম্যান্স বেশ ভাল। চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপিতে কে আগে রয়েছে এবং কে পরে রয়েছে।
এক নজরে সেরা দশ ঃ
১. জগদ্ধাত্রী (৮.২) (জি বাংলা), ২. অনুরাগের ছোঁয়া (৭.৭), ৩. আলতা ফড়িং (৭.৪), ৪. ধুলোকণা/ খেলনা বাড়ি / গাঁটছড়া (৭.১), ৫. গৌরী এলো (৬.৯), ৬. নিম ফুলের মধু (৬.৭), ৭. মিঠাই (৬.৬) / এক্কা দোক্কা (৬.৬), ৮. সাহেবের চিঠি (৬.৪)/ লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৪), ৯. মাধবীলতা (৬.৩), ১০. নবাব নন্দিনী (৫.৬)।
নন-ফিকশন শো’র টিআরপি তালিকা ঃ
সা রে গা মা পা (৫.১), ডান্স ডান্স জুনিয়র ৩ (৫.০), দিদি নম্বর ১ [সানডে ধামাকা] (৪.৭), রান্নাঘর (১.১)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।