রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রংপুরের পীরগঞ্জে ধর্ষণের অভিযোগে পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মী সিদ্দিকুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার রায়পুর ইউনিয়নের কানঞ্চগাড়ী গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বড়দরগাহ ইউনিয়নের বেলবাড়ি গ্রামের আব্দুল লতিফ মিয়ার কন্যা রাহেনা খাতুন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পীরগঞ্জ শাখার ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত। পলিসির কাজের সূত্র ধরে রাহেনার সাথে সিদ্দিকুরের পরিচয়ের পর প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গত ১৮ অক্টোবর কুমেদপুর ইউনিয়নের মরারপাড়া গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী ফেরদৌসির বাড়িতে কৌশলে রাহেনাকে নিয়ে ধর্ষণ করে সিদ্দিকুর। এরপর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারিরিক সর্ম্পকে মিলিত হয় তারা। কৌশলে মোবাইল ফোনে অবাধ মেলামেশার দৃশ্য ধারণ পূর্বক ব্লাকমেইল করে রাহেনার নিকট থেকে বিভিন্ন সময়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়। এদিকে বিয়ের চাপ প্রয়োগ করলে এসব ছবি ইন্টারনেটে ভাউরালের ভয়-ভীতি প্রদর্শন করতে করে। নিরুপায় রাহেনা গত শনিবার পীরগঞ্জ থানায় মামলা করে। পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানান, মামলার পর ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।