রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গত ২৮ নভেম্বর দৈনিক ইনকিলাব এ দেবীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম ফেরদৌসকে আহবায়ক করে আগামী ৭ কার্যিদবসের মধ্যে তদন্ত প্রতিবেদন চেয়েছেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। তিনি রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, দেবীগঞ্জ সদর ইউনিয়নে ২০২১-২২ সালের ভিজিডি/ভিডব্লিউবি আওতাধীন কর্মসূচির কার্ডধারী উপকারভোগীর সংখ্যা ৮৪৫ জন। তার বিপরীতে মাসে চাল বরাদ্দ পায় ২৫.৩৫০ মেট্রিকটন। গত জুলাই ও আগস্ট মাসের বরাদ্দের চাল এক সাথে উত্তোলন করে এক মাসের বিতরণ করা হয়েছে এমন অভিযোগ উপকারভোগিদের। এছাড়াও দুই বছরের ভিজিডি কার্ডে ২২ মাস পার হলেও চাল পেয়েছেন দুই বস্তা। কেউ জানেন না, তার নাম ভিজিডি কার্ডের তালিকায় রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম ফেরদৌস বলেন, লিখিত অভিযোগ যেহেতু নাই, আমি আগেই তদন্ত শুরু করেছি। জানতে পেরেছি সংবাদ প্রকাশিত হওয়ার পর চাল বিতরণ করেছেন। তদন্ত কমিটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কোন চিঠি পাইনি। পেলে পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিল করব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।