Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু কত সালে মৃত্যুবরণ করেছেন ! এমন এমন প্রশ্নে চাঞ্চল্য

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ৭:০৩ পিএম

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে মৃত্যুবরণ করেন ?’ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় একটি বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষার সাধারণ জ্ঞান বিষয়ে করা হয় এরকম একটি প্রশ্ন। বঙ্গবন্ধু মৃত্যুবরণ করেননি, তাঁকে সপরিবারে হত্যা করা হয়েছে, এটাই সর্বজন স্বীকৃত। তাহলে প্রশ্ন এরকম কেন ? আয়োজকসহ কেহই এর দায়ভার নিতে চাননা বা এ বিষয়ে তাদের কোন দায়িত্ব নেই বলে এড়িয়ে যান।

জানা যায়, শনিবার (৩ ডিসেম্বর) জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ‘জুড়ী মেধাবৃত্তি পরীক্ষা-২০২২’ এর দ্বাদশ মেধা নির্বাচনী পরীক্ষা অনুষ্টিত হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রনজিতা শর্মা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন আহমদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। ২ ঘন্টা ৩০ মিনিট সময়ের ১০০ নম্বরের পরীক্ষায় বাংলা, ইংলিশ, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হয়। পঞ্চম শ্রেণির পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয়ে ১। ক) তে প্রশ্ন ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে মৃত্যুবরণ করেন? এ প্রশ্ন নিয়ে এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য।

এদিকে, নিরাপত্তার স্বার্থে আমরা প্রশ্ন দেখিনি’ এরকম বক্তব্য দিয়ে দায় এড়াতে চান প্রকল্পের সভাপতি জুড়ী উপজেলার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসখ রুদ্র পাল ও প্রকল্পের সম্পাদক জুড়ী মডেল একাডেমি’র (কে.জি) প্রধান শিক্ষক মনিরুল ইসলাম।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন আহমদ বলেন, দাওয়াত পেয়ে পরীক্ষা দেখতে যাই। প্রশ্নে বিষয়ে কিছু করার নেই আমার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)’র দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী বলেন, পরীক্ষার বিষয়ে আমি অবগত নই বা এ বিষয়ে আমার করণীয় নেই।

উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস বলেন, পরীক্ষার হল গুলো পরিদর্শন করেছি। তবে, প্রশ্ন দেখিনি।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া বলেন, সর্বত্র রাজাকারের ভূত চেপে আছে। এ বিষয়টি আমার জানা ছিলনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ