Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় পর্যায়ে সেরা আয়কর দাতা

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : যথাযথ নীতিমালা অনুসরণের মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ কর পরিশোধ করায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেরা করদাতার সম্মাননা অর্জন করেছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। ২০১৫-১৬ অর্থবছরে ফার্ম ক্যাটাগরিতে সর্বোচ্চ পরিমাণ কর প্রদানকরায় এনবিআর ৫টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে। যার মধ্যে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন প্রথম এবং ওয়ালটন প্লাজা দ্বিতীয় পুরস্কার লাভ করে। যার স্বীকৃতি স্বরূপ জাতীয় রাজস্ব বোর্ড এর কাছ থেকে ট্যাক্স কার্ড ও সনদ লাভ করে।
একইসঙ্গে সর্বোচ্চ পরিমাণ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রদান করায় ২৯টি জেলায় সেরা ভ্যাটদাতার সম্মাননা অর্জন করেছে ওয়ালটন প্লাজা। ব্যবসা ক্যাটাগরিতে সারা দেশে মোট ৪৯ টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার পুরস্কার দেয়া হয়। যার মধ্যে ওয়ালটন প্লাজাই পেয়েছে ২৯ টি।
সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে অনুষ্ঠিত হয় জাতীয় আয়কর সপ্তায় ওয়ালটনসহ পাঁচটি ফার্মকে ট্যাক্স কার্ড ও সম্মাননা সনদ দেয়া হয়। এদিকে চলতি মাসে অনুষ্ঠিত জাতীয় ভ্যাট সপ্তাহ উপলক্ষে এনবিআর ২০১৪-১৫ অর্থবছরের জন্য উৎপাদন, ব্যবসা ও সেবা এই তিন ক্যাটাগরীতে জেলা পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করে। ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম মনে করেন, এর মাধ্যমে প্রমাণিত হয়- দেশীয় ব্র্যান্ড হিসেবে ওয়ালটন যেমন গ্রাহক প্রিয়তার শীর্ষে তেমনি যথাযথ কর প্রদানের মাধ্যমে রাজস্ব খাতেও প্রতিষ্ঠানটি রাখছে উল্লেখযোগ্য ভূমিকা।
২০১৪-১৫ অর্থবছরে ব্যবসা ক্যাটাগরিতে জেলা পর্যায়ে সর্বোচ্চ ভ্যাটদাতা হিসেবে পুরস্কারপ্রাপ্ত ওয়ালটন প্লাজাগুলো হলো- জামালপুর মেডিক্যাল রোডের ওয়ালটন প্লাজা, কিশোরগঞ্জ স্টেশন রোডের ওয়ালটন প্লাজা, মুন্সিগঞ্জ সদর রোডের ওয়ালটন প্লাজা, ব্রাহ্মণবাড়িয়ার কালিবাড়ি মোড়ের ওয়ালটন প্লাজা, সিলেটের আম্বরখানার ওয়ালটন প্লাজা, সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড রোডের ওয়ালটন প্লাজা, মৌলভীবাজার শ্রীমঙ্গল রোডের ওয়ালটন প্লাজা, বাগেরহাট পৌরসভা রোডের ওয়ালটন প্লাজা, সাতক্ষীরার পলাশপোলের ওয়ালটন প্লাজা, বরিশাল সদর রোডের ওয়ালটন প্লাজা, পটুয়াখালী সদর রোডের ওয়ালটন প্লাজা, পিরোজপুর হাসপাতাল রোডের ওয়ালটন প্লাজা, ভোলা সদরের ওয়ালটন প্লাজা, যশোর আরএন রোডের ওয়ালটন প্লাজা, গোপালগঞ্জ গৌরঙ্গী ডিসি রোডের ওয়ালটন প্লাজা, ঝিনাইদহ এইচএসএস রোডের ওয়ালটন প্লাজা, রাজবাড়ী প্রধান সড়কের ওয়ালটন প্লাজা, ফরিদপুর গোয়ালচামটের ওয়ালটন প্লাজা, মাগুরা সৈয়দ আতর আলী রোডের প্লাজা, নড়াইল রূপগঞ্জ বাজারের ওয়ালটন প্লাজা, রংপুর স্টেশন রোডের ওয়ালটন প্লাজা, দিনাজপুরের মর্ডার্ণ রোডের ওয়ালটন প্লাজা, নীলফামারীর সৈয়দপুরের ওয়ালটন প্লাজা, পাবনার গোপালপুরের আব্দুল হামিদ রোডের ওয়ালটন প্লাজা, চাঁপাইনবাবগঞ্জ ইন্দারা রোডের ওয়ালটন প্লাজা, নাটোর কানাইখালীর ওয়ালটন প্লাজা, বগুড়া ঝাউতলার ওয়ালটন প্লাজা, রাজশাহী সাহেব বাজারের ওয়ালটন প্লাজা ও সিরাজগঞ্জের এসএস রোডের ওয়ালটন প্লাজা। ওয়ালটনের বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা বলেন, ওয়ালটন উচ্চ গুণগতমানের পণ্য উৎপাদন এবং সাশ্রয়ী মূল্যে বাজারজাত করে দেশের সকল শ্রেণী-পেশার গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। যার ফলে দেশের সর্বত্র ওয়ালটন পণ্যের চাহিদা ও বিক্রি ব্যাপক বেড়েছে।
ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) এস এম জাহিদ হাসান বলেন, ‘ওয়ালটন সকল পর্যায়ে স্বচ্ছভাবে ব্যবসা করছে তারই প্রমাণ সেরা করদাতা ও সর্বোচ্চ ভ্যাট দাতার স্বীকৃতি। জেলা পর্যায়ে ব্যবসা ক্যাটাগরির ৬০ শতাংশ পুরস্কারই আমরা পেয়েছি। এতে বোঝা যায় আমরা তৃণমূল পর্যায় থেকে শুরু করে সব জায়গায় সরকারের প্রাপ্য কর পরিপূর্ণভাবে দিয়ে থাকি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ