পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩১৪তম শাখা ১৮ ডিসেম্বর রোববার ঢাকার দনিয়ায় উদ্বোধন করা হয়। ব্যাংকের পরিচালক মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন প্রধান অতিথি থেকে এ শাখা উদ্বোধন করেন। ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো: আবদুল মাবুদ পিপিএম ও শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. হাসান মুহাম্মদ মঈনুদ্দীন। গ্রাহক ও স্থানীয় বিশিষ্টজনের মধ্যে বক্তব্য রাখেন দনিয়া ইউনিয়ন পরিষদ সদস্য হাসান মোহাম্মদ জাহাঙ্গীর, বর্ণমালা স্কুল ও কলেজের গভর্নিং বোর্ডের সদস্য মুক্তিযোদ্ধা মো: আবদুল কুদ্দুস, দনিয়া বায়তুল আশিকীন জামে মসজিদের খতিব শায়খুল হাদিস মো: ফজলুর রহমান, শনির আখড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুজয় চন্দ্র দাস ও নারী উদ্যোক্তা সুমাইয়া খানম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোহন মিয়া ও ঢাকা দক্ষিণ জোনপ্রধান মো: ওবায়দুল হক। ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।