প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তিনি এমনই। যেখানেই যান, তার ব্যক্তিত্ব, হাসি ও ভালবাসার জাদুতে মাত হয়ে যান সকলে। তিনি শাহরুখ খান। বলিউডের এমনই এক তারকা অভিনেতা, যাকে আপনি ঘৃণা করতে পারেন, ভালবাসতে পারেন, কিন্তু অবহেলা করতে পারবেন না। তেমনই অবহেলা করতে পারলেন না হলিউডের সুপারস্টার শ্যারন স্টোন। ‘বেসিক ইনস্টিংট’-এর মতো ছবির মোহময়ী নায়িকা শাহরুখ খানকে দেখে মুগ্ধ হয়ে গেলেন।
সউদী আরবে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছেন শাহরুখ খান। শাহরুখের উপস্থিতি উচ্ছ্বাসিত করেছে সকল তারকাকে। সোশ্যাল মিডিয়ায় সেখানকারই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, পাশের সিটে বসে রয়েছেন শ্যারন স্টোন। তার পাশে বসার জন্য এগিয়ে যান শাহরুখ। অভিনেতাকে দেখেই শ্যারন নিজের বুকে হাত রেখে উচ্ছ্বসিত চোখে শাহরুখের দিকে তাকিয়ে বলতে থাকেন, ‘ওহ মাই গড’।
ভিডিওতে দেখা যাচ্ছে অনুষ্ঠানের সঞ্চালক শাহরুখ খানকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শাহরুখ হেসে মাথা নীচু করার সময়ই পাশের সিটে শ্যারনের অভিব্যক্তি কারও চোখ এড়ায়নি। শাহরুখকে দেখে বিস্ময়ে তাকিয়ে রয়েছেন নায়িকা। আর বলছেন, ‘ওহ মাই গড, শাহরুখ খান’। শ্যারনকে হাতে কালো গ্লাভ-সহ বেইজ পোশাকে দেখা গিয়েছে।
শাহরুখ এমন প্রতিক্রিয়া দেখে শ্যারনের কাছে যান এবং তার গালে একটি চুমু দিয়ে পাশে বসেন। এ বছর রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে একটি বিশেষ সম্মানও পেয়েছেন শাহরুখ। পুরস্কার পেয়ে তিনি মঞ্চে বলেছিলেন, ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে এই পুরষ্কার পেয়ে আমি সত্যিই গর্বিত। এখানে সউদী এবং এ অঞ্চলের ভক্তদের মাঝে থাকতে পেরে খুব ভাল লাগছে। তারা সব সময় আমার সিনেমার বিশাল সমর্থক।’ সূত্র: মানি কন্ট্রোল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।