Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢোল-বাজনা মিছিলে মুখর চট্টগ্রাম

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ১২:৫০ পিএম

রঙিন পোশাকে দলে দলে আসছেন নেতা-কর্মীরা। ঢোল-বাজনা মিছিলে মিছিলে মুখর চট্টগ্রাম নগরী। সবার গন্তব্য পলোগ্রাউন্ডে। ঐতিহাসিক ওই ময়দানে আসছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় এগারো বছর পর এই ময়দানে ভাষণ দেবেন তিনি। তাকে কাছে থেকে দেখতে, তার বক্তব্য শুনতে জনতার ¯্রােত। নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা। বঙ্গবন্ধু কন্যাকে বরণে প্রস্তুত চট্টগ্রাম। আর মাত্র কয়েক ঘণ্টা পর জনতার সমুদ্রে আসবেন শেখ হাসিনা। কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে পলোগ্রাউন্ড মাঠ। সকাল থেকেই মিছিল নিয়ে জনসভাস্থলে যাচ্ছেন নেতা–কর্মীরা। দিচ্ছেন স্লোগান। হাতে রয়েছে পোস্টার ও ব্যানার। জনসভায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণার পাশাপাশি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করার জন্য জনগণের কাছে ম্যান্ডেট চাইবেন বলে মনে করছেন স্থানীয় নেতারা। তার আগমনকে ঘিরে চট্টগ্রামে এখন উৎসবের আমেজ। দীর্ঘ দিন পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কাছে থেকে দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন নেতা কর্মীরা। মহানগরীর ৪১ ওয়ার্ড থেকে শুরু করে জেলার ১৫টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকেও আসছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। সবার গন্তব্য এখন পলোগ্রাউন্ড। মহানগরী হয়ে উঠেছে মিছিলের নগরী। বর্ণিল সাজে বাদ্যযন্ত্র বাজিয়ে কর্মীরা আসছেন জনসভায়। কোন নেতার সমর্থকেরা কত বেশি বর্ণিল তার যেন প্রতিযোগিতা চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ