বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজের আয়ে শুধু পড়ে না, বাবা, মা, ভাই-বোনসহ পরিবারের ব্যয় নির্বাহের দায়িত্বও গ্রহণ করে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে গণগ্রন্থাগার মিলনায়তনে ঢাকা কমার্স কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।
দেশের প্রথিতযশা এই সমাজবিজ্ঞানী বলেন, ‘অনেক সময় আমাকে শুনতে হয় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকরি পায় না, কাজ পায় না। দক্ষতাভিত্তিক শিক্ষা পায় না। আমি সব সময় তাদের সঙ্গে এসব বিষয়ে বিরোধিতা যেমন করি, কোনো কোনো বিষয়ে মেনেও নেই। বিরোধিতা এখানে, আমাদের শতভাগ সফলতা হয়তো এখনো আসেনি। কেননা দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে কাজ করে এই বিশ^বিদ্যালয়। এসব শিক্ষার্থীরা বহুবিধ বাধা অতিক্রম করে জীবন যাপন করে। শিক্ষাকালে তারা উদ্যোক্তা হয়ে কাজ করে ব্রেইন ড্রেইনের শিকার না হয়ে- বিদেশে না গিয়ে দেশে থেকে কঠোর পরিশ্রম করে সমাজ বদলে দিতে। সুতরাং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীরাা ভিন্ন আদলে বেড়ে ওঠে।’
ভিসি প্রফেসর ড. মশিউর রহমান আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বক্তব্যে উঠে এসেছে তারা দেশ এবং সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে চান। এটি এই বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর মনোজগতের চিন্তা-ভাবনা। আমরা দেশের শিক্ষাব্যবস্থা আমূল পরিবর্তনের দিকে নিয়ে যেতে চাই, সেটা শুধু পাস করে সনদ অর্জনের জন্য নয়। তারা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান চাকরি করবে, সেই মানস নিয়ে আমরা এগোতে চাই না। আমাদের শিক্ষার্থীরা চ্যালেঞ্জ গ্রহণ করে ধীরে ধীরে ভালো করতে শুরু করেছে তার বড় প্রমাণ আপনারা যারা এখানে আছেন। তারা সবাই স্ব-স্ব কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। এটিই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শক্তি ও অনুপ্রেরণা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।