Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিজে অন্যান্য সামাজিক অনুষ্ঠানের মতোই একটি অনুষ্ঠান-সাবরিন আহমেদ তৃষা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠান, পারিবারিক কিংবা সামাজিক অনুষ্ঠানে ডিস্কো জকি বা ডিজে সঙ্গীতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া বিভিন্ন রিসোর্ট, ক্লাব, বিভিন্ন তারকামান হোটেল, বিভিন্ন ওয়াটার পার্কসহ আরো অনেক জায়গায় ডিজে হয়ে থাকে। শীতের সময় অনুষ্ঠান বেশি হওয়ায় ডিজেদের ব্যস্ততা থাকে বেশি। ডিজে হিসেবে দেশের অনেকেই এখন কাজ করছেন। তাদের মধ্যে একজন সাবরিন আহমেদ তৃষা। বর্তমানে তিনি বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তৃষা বলেন, বর্তমানে অনেক ধরনের ইভেন্ট নিয়ে ব্যস্ত থাকা হয়। আমি অনেক দিন ধরে ডিজের সাথে কাজ করছি। ডিজের সাথে আছি ২০০৯ সাল থেকে। ২০০৯ সালে ডিজে রাহাত ভাইয়ার কাছ থেকে ডিজে শিখি। শখের বসে কাজটি শিখেছি। তবে ২০১৭ থেকে প্রফেশনালি কাজ শুরু করি। তিনি বলেন, ডিজে প্রোগ্রামগুলোতে সাধারণত বিভিন্ন ধরনের দর্শক এসে থাকে। যেমন প্রাইভেট প্রোগ্রামে ফ্যামিলি মেম্বার এবং অতিথিরা থাকেন। কর্পোরেট প্রোগ্রামগুলোতে কর্পোরেট রিলেটেড মেম্বার থাকে। এছাড়া তরুণরা ডিজে প্রোগ্রামগুলো উপভোগ করে। সাধারণ শীতকালে ডিজে প্রোগ্রামের ব্যাপক চাহিদা থাকে। পারিবারিক ও সামাজিক প্রোগ্রামগুলো শীতকালে বেশি হয়। তৃষা বলেন, ডিজে প্রোগ্রামগুলো অন্যান্য প্রোগ্রামগুলোর মতই আনন্দ উপভোগ করার জন্য করা হয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে ডিজে প্রোগ্রামের নামের অপব্যবহার করা হচ্ছে। ফলে এই সংস্কৃতি নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। অথচ এটি অন্যান্য সামাজিক অনুষ্ঠানের মতোই একটি অনুষ্ঠান। ফলে এ নিয়ে ভুল বোঝার কোনো সুযোগ নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ