Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে তামান্না ভাটিয়া

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ভারতীয় বিনোদন মহলে একের পর এক সুখবর। কেউ মা হচ্ছেন, কেউ আবার গাঁটছড়া বাঁধছেন মনের মানুষের সঙ্গে। চারিদিকে যেন খুশির মুহূর্ত বলিউড জুড়ে। সদ্য মা হয়েছেন আলিয়া ভাট, বিপাশা বসু, সোনম কাপুর। এদিকে কিছুদিন আগেই গাঁটছড়া বেঁধেছেন জনপ্রিয় বলিউড জুটি আলি ফজল এবং রিচা চাড্ডা। অন্যদিকে, আগামী বছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। সুতরাং বলিউড জুড়ে খুশির আমেজ। একদিকে শোনা যাচ্ছে, আরও এক বলিউডের গ্ল্যামারাস ডিভা তামান্না ভাটিয়া। যদিও তিনি মূলত দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী, বলিউডে তেমনিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি তামান্না। খবর অনুযায়ী, খুব শীঘ্রই মুম্বইয়ের এক তরুণ ব্যবসায়ীকে বিয়ে করতে চলেছেন তামান্না ভাটিয়া। ইতিমধ্যেই তাঁর বিয়ের প্রস্তুতি তুঙ্গে, বিয়ের জন্যে কিছুদিন তিনি কাজ থেকে বিরতি নেবেন বলেও জানা গিয়েছে। সেই কারণেই আপাতত তিনি কোনও নতুন প্রকল্পে স্বাক্ষর বন্ধ রেখেছেন। তবে তামান্নার বিয়ে নিয়ে অনেকদিন ধরেই গুজব রটেছিল। অবশেষে অভিনেত্রী ‘হ্যাঁ’ বলেছেন এবং তরুণ ব্যবসায়ীর প্রস্তাব গ্রহণ করেছেন। যদিও অভিনেত্রী খবরটি এখনও নিশ্চিত করেননি, কিন্তু তিনি এই বিষয়টি অস্বীকারও করেননি। শীঘ্রই অভিনেত্রী একটি আনুষ্ঠানিক ঘোষণা করবেন মনে করা হচ্ছে। তবে তামান্না বরাবরই বিয়ের বিষয়ে তাঁর বাবা-মার সিদ্ধান্তকেই গুরুত্ব দেবেন বলে জানিয়েছিলেন। তামান্নার কেরিয়ারের সবথেকে হিট ছবি হল বাহুবলী। তামান্না সম্প্রতি ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারে বলেছিলেন যে, লোকেরা বিয়েকে খুব বেশি গুরুত্ব দেয়। কিন্ত তিনি সবসময় কাজকে গুরুত্ব দিয়েছেন, তিনি ১৪ বছর বয়সে কাজ শুরু করেছিলেন। আরও বলেন, যখন ঠিক হবে তখনই বিয়ে করবেন তিনি। ২০২০ সালে তামান্না পাকিস্তানি ক্রিকেটার আবদুল রাজ্জাকের সঙ্গে সম্পর্কে যুক্ত ছিলেন। গুজবটি তাঁর কান পর্যন্ত পৌঁছলে, তিনি বলেন যে, মনে হচ্ছে তিনি একজন স্বামী কেনাকাটা করছেন। তবে তামান্না ভাটিয়ার সঙ্গে তরুণ ব্যবসায়ীর বিয়ের বিষয়টি আদৌ গুজব কিনা, তা ঠিক সময়েই জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ