Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিজে খালেদের পাদুকা কক্ষে একদিন

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

র্যাপ তারকা ডিজে খালেদ বিশ্বব্যাপী এক পরিচিত নাম। জুতাবিলাসী হিসেবেও তার খ্যাতি আছে। তার মায়ামির প্রাসাদোপম বাড়িটিতে শুধু জুতার জন্যই কক্ষ বরাদ্দ আছে। তার এই পাদুকা কক্ষ নিয়ে এয়ারবিএনবির সঙ্গে একটি যুক্ত কার্যক্রম আয়োজন করা হয়েছে। খালেদের বাড়িটিকে পর্যটন আকর্ষণে পরিণত করার লক্ষ্যে এয়ারবিএনবির সহযোগিতায় এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এর বিজয়ী যুগল ডিজে খালেদের পাদুকা কক্ষে থাকার সুযোগ পাবে। উল্লেখ্য, খালেদের এই কক্ষের ১০,০০০ জোড়া জুতা রয়েছে। জুতা কেনা বা সংগ্রহে খালেদের আগ্রহ সর্বজন বিদিত। তার বিশ্বাস তার শু ক্লজেটে একটি দিন কাটান হবে এক বিরল সুযোগ। এয়ারবিএনবি জানিয়েছে, ৫ ও ৬ ডিসেম্বর চলবে এই কার্যক্রম আর সুযোগ পাবে বিজয়ী যুগল। ২৯ নভেম্বর থেকে তালিকাভুক্তি শুরু হবে। বিজয়ীকে ১১ ডলার খরচ করতে হবে এজন্য। ১১ ডলার নির্ধারণ করা পেছনে কারণ হল খালেদের জুতার সাইজ হল-১১।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ