রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শেরপুর সদর উপজেলার মুনকান্দায় সাত বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল সকালে শেরপুর প্রেসক্লাবে র্যাব-১৪ এর কমান্ডার আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করন। তিনি জানান কুদ্দুসকে গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় র্যাব-১৪ এর সহকারী স্কোয়াড্রন লিডার এমএম সবুজ রানা উপস্থিত ছিলেন।
জানা যায়, মাত্র ছয় মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মুনকান্দা গ্রামের দরিদ্র অটোরিকশা চালকের স্ত্রী। ১৪ বছর বয়সের এক ছেলে আর ৭ বছর বয়সের এক মেয়ে রেখে যান ওই মহিলা। ১ ডিসেম্বর দুপুরে বৃদ্ধ মার কাছে মেয়েকে রেখে জেলা শহরে রিকশা চালাতে যায় বাবা। ওই বৃদ্ধা নাতিকে ঘরে রেখে বাড়ির বাইরে যায়। এসময় পাশের বাড়ির দুই সন্তানের জনক নারী লোভী আব্দুল কুদ্দুস, ধর্ষিতার বাড়িতে গিয়ে তাদের ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার শাশুড়ি মালেকা বেগমের সহায়তায় সে পালিয়ে যায়। ঘটনার দিন রাতে ওই শিশুকে শেরপুর জেলা হাসাপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পর ধর্ষিতার বাবা শেরপুর সদর থানায় রাতেই ধর্ষক আব্দুল কুদ্দুস ও তার শ্বাশুড়িকে আসামি করে মামলা দায়ের করেন।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লিডার মো. আশিকুর রহমান আরো বলেন, গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুস জিজ্ঞাবাদে ধর্ষণের কথা স্বীকার করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।