রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাবনার চাটমোহরে একটি মাদরাসার ১৫ শিক্ষার্থীকে কোরআনের ছবক প্রদান করা হয়েছে। গত শুক্রবার বাদ জুম্মা চাটমোহরের হরিপুর মোমিনপাড়া ফোরকানিয়া হাফিজিয়া কওমি মাদরাসা ও এতিমখানায় ১৫ জন শিক্ষার্থীকে ছবক ও কুরআন শরিফ প্রদান করা হয়। মোহতামিম হাফেজ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও রওশন আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হরিপুর ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মথুরাপুর আবু হুরাইরা মসজিদের মোহতামিম মুফতি মফিজ উদ্দিন। অনুষ্ঠানে ছাত্রদের উদ্দেশ্যে শিক্ষামূলক বক্তব্য প্রদান করা হয়। এ সময় উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক ছাত্র ও অবিভাকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সেইসাথে ছাত্রদের মঙ্গল কামনায় ও মোমিনপাড়া ফোরকানিয়া হাফিজিয়া কওমি মাদরাসা ও এতিমখানা মাদরাসার জন্য দোয়া করা হয়। দোয়া শেষে মাদরাসার পক্ষ থেকে ছাত্রদের অভিভাবকদের মাঝে টুপি ও খাবার বিতরণ করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ›সহ মাদরাসার ছাত্রদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।