বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
৩১তম বিশ্ব প্রতিবন্ধী দিবস আজ। এ উপলক্ষে বাংলাদেশেও জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে সংস্থাটি। সকাল ৮টায় শোভাযাত্রাটি রাজধানীর মিরপুর গোলারটেক মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে দুপুর ১টায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে গিয়ে শেষ হয়।
এসময় সংস্থাটির সভাপতি মোঃ সোহেল রানা বলেন, প্রতিবন্ধীরা আজ অবহেলিত। সারা বিশ্বে আজ প্রতিবন্ধী দিবস পালিত হচ্ছে। আমরাও আজ বাংলাদেশে ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করছি।
তিনি বলেন, দেশে সরকারের নিবন্ধিত ২৬ লাখ প্রতিবন্ধী আছে। বিশ্ব জরিপে প্রায় এক কোটি ৭০ লাখ প্রতিবন্ধী রয়েছে। এদের মধ্যে ঢাকা মহানগরীতে প্রায় দুই হাজার প্রতিবন্ধীকে কর্মযজ্ঞ করে তুলতে পেরেছি। সরকারের কাছে আমাদের দাবি, আমরা করুণা চাই না, কর্ম করে বাঁচতে চাই। এটাই হবে আমাদের একমাত্র স্লোগান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।