বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেছারাবাদে চারটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সমেদয়কাঠি,কামারকাঠি এবং মোল্লারহাট বাজারে ওই অভিযান পরিচালনা করেন পিরোজপুরের সহকারী পরিচালক দেবাসিষ রায়।
পণ্যের মোড়কে বিক্রয় মূল্য না থাকা, মেয়াদউত্তীর্ন পণ্য দোকানে সাজানো সহ নানা অনিয়মের অপরাধে ওই জরিমানা করা হয়।
অভিযানে পাইক স্টোরকে ২ হাজার, বাবা মায়ের আর্শিবাদ ফার্মেসী ২ হাজার, লিটন স্টোর ২ হাজার এবং নেছার স্টোরকে ২ হাজার পাচশত টাকা সহ মোট ৮ হাজার পাচশত টাকা জরিমানা করা হয়। এ সময় সেনিটারী ইন্সেপক্টর শেখ মো. হারুন-অর-রশিদ সহ নেছারাবাদ থানা পুলিশের একটি দল সাথে ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।