Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে কায়েদ মহলের উদ্বোধন

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২২, ৬:১০ পিএম

ঝালকাঠি শহরের আমতলা সড়কে কায়েদ মহলের উদ্বোধন করা হয়েছে। নেছারাবাদ দরবার শরীফের এই খানকায় প্রতি ওয়াক্তের নামাজ হবে। এতে শহরের ব্যবসায়ী ও পথচারীরা নামাজ আদায় করতে পারবেন। শনিবার বাদ আছর নামাজ আদায়ের মধ্য দিয়ে কায়েদ মহলের উদ্বোধন করেন হযরত মাওলানা আযীযুর রহমান কায়েদ ছাহেব হুজুরের ছেলে আমিরুল মুছলিহীন মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের জেলা শাখার সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও বিভিন্ন মসজিদের ইমামসহ নানা শ্রেণি পেশার মানুষ। কায়েদ মহলের উদ্বোধনী অনুষ্ঠানে নেছারাবাদী হুজুর বলেন, আল্লাহ কবুল করেছেন বিধায় শহরের মধ্যে একটি সুন্দর স্থানে কায়েদ মহল করা হয়েছে। এখানে প্রতি ওয়াক্তে নামাজ আদায় করা হবে, জিকির আজকার হবে। এখানে ইসলামি আলোচনা ও তালিমি জলসা অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসমানদের এই খানকায় আসার আহ্বান জানান আমিরুল মুসলিহীন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ