বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক গ্রুপ বিজয় এবং সিক্সটি নাইনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১০ টা থেকে ২ টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ চলতে থাকে এতে অন্তত ১৫ জন আহত এবং শতাধিক কক্ষ ভাংচুরের খবর পাওয়া যায়।
ভিএক্সের নেতা এবং শাখা ছাত্রলীগের সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দূর্জয় বলেন, বৃহস্পতিবার রাতে হল থেকে আমাদের চিকা মুছে দেয় বিজয়ের কর্মীরা। সেখান থেকেই ঝামেলা শুরু হয়।
তিনি আরও বলেন, রাত আড়াইটার দিকে প্রক্টরিয়াল বডি এবং দুই পক্ষের নেতারা মিটিংয়ে বসে বিষয়টি সমাধান করা হয় যেন আর কোনো ঝামেলা না হয়। এখন উভয় পক্ষের কর্মীরাই হলে অবস্হান করছে।"
সহকারী প্রক্টর এস.এ.এম.জিয়াউল ইসলাম বলেন, রাতে ওদের নিয়ে মিটিংয়ে করে বিষয়টা সমাধান করা হয়েছে। হলের সব চিকা মুছে দেওয়া হবে। প্রায় ১৫ জনের মতো আহত ছিল তাদের মেডিক্যালে পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।"
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।