বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সাংবাদিক ইউনিটির উদ্যোগে দেশের শীর্ষস্থানীয় দৈনিক "ইনকিলাব" সম্পাদক এএমএম বাহাউদ্দীন এবং বিশেষ প্রতিবেদক সাঈদ আহমদের বিরুদ্ধে নোমান গ্রুপের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শনিবার উপজেলার আলেকজান্ডারে সাংবাদিক ইউনিটির সভাপতি রিয়াজ মাহমুদ বিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব রামগতি উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক আমানত উল্যাহ,ভোরের কাগজ প্রতিনিধি শাহরিয়ার কামাল, মানবকন্ঠের প্রতিনিধি সারোয়ার হোসেন মিরন সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এসময় বক্তারা বলেন, ইনকিলাব বাংলাদেশের বহুল প্রচারিত একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক। ইনকিলাবে প্রকাশিত সবগুলো সংবাদ বস্তুনিষ্ঠ,নিরপেক্ষ ও তথ্য ভিক্তিক। ইনকিলাব কখনোই মিথ্যা সংবাদ প্রকাশ করেনা। ইনকিলাবের ইতিহাস ও নীতি নৈতিকতা জাতির কাছে স্পষ্ট। ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে নোমান গ্রুপ একটি মিথ্যা মামলা দায়ের করেন। যা সংবাদপত্রের স্বাধীনতার উপর মারাত্মক আঘাত হানবে। এ ধরনের মামলা সংবাদপত্রের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। ব্যাংক লুটপাট সহ সকল সেক্টরের দুর্নীতির বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ভয় ধরাতেই এ মামলা করা হয়েছে। রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে ঋণ পরিশোধ করছে না। এধরনের ঘটনা চরম উদ্বেগজনক।"ঋণের নামে ১০ হাজার কোটি টাকা হাতিয়েছে নোমান গ্রুপ " শীর্ষক প্রতিবেদনের প্রেক্ষিতে দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এমএম বাহাউদ্দীন ও বিশেষ সংবাদদাতা সাঈদ আহমদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়। সাংবাদিক নেতারা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, দণ্ডবিধির ৫০০ ধারায় দায়েরকৃত মামলায় ২ হাজার কোটি টাকা মানহানি হওয়ার অভিযোগ আনা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে ইনকিলাব সম্পাদক ও বিশেষ প্রতিবেদক সাঈদ আহমেদকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। বক্তারা বলেন, তথ্য-প্রমাণসহ সংবাদ প্রকাশ করা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। আর সে দায়িত্ব পালনে মামলা দিয়ে ভয়ভীতি প্রদর্শন কোনক্রমেই গ্রহণযোগ্য হতে পারে না। এসব মামলার দোহায় দিয়ে ইনকিলাবের অগ্রযাত্রা থামানো যাবেনা। দুর্নীতির প্রশ্নে ইনকিলাব কখনোই আপোষ করার ইতিহাস নেই। বরং নোমানগ্রুপের নানা অনিয়ম দূর্নীতি সহ অনুসন্দ্বানী প্রতিবেদনের মাধ্যমে তাদের মুখোশ উন্মোচন করা হবে ইনশাআল্লাহ। বক্তারা আরো বলেন, ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করুন। না হয় সারাদেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।