Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবা-ছেলেসহ নিহত ৫

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান হোটেলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

যশোরে কাভার্ডভ্যানের চাপায় পাঁচজনসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ জন। এসব ঘটনায় আহত হন আরো বেশ কয়েকজন। বৃহস্পতিবার দিবাগত রাত ও গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আমাদের সংবাদদাতাদের তথ্যে’র প্রতিবেদনে :

যশোর ব্যুরো জানায়, যশোরের মনিরামপুর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় পিতা-ছেলেসহ পাঁচ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার যশোর-মণিরামপুর সড়কের বেগারিতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে দোকান ও হোটেলের মধ্যে ঢুকে গেলে, কাভার্ডভ্যানটির চাপায় এই পাঁচ নিহত হন। মনিরামপুর থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান এ তথ্য জানান। এ ঘটনায় সড়কটি দুই ঘণ্টা যানচলাচল বন্ধ ছিলো। পরে যানচলাচল স্বাভাবিক হয়েছে। নিহতরা হলেন, মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের মমিনের ছেলে জিয়া, টুনিয়াঘর উত্তরপাড়ার বাবু মিরের ছেলে তহিদুল ইসলাম, শামছুর রহমানের ছেলে রফিজ মির, হাবিবুর রহমান পচা ও তার ছেলে তহিদুল ইসলাম তহিদ।
ভোজগাতি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, যশোর থেকে ছেড়ে যাওয়া একটি কাভার্ডভ্যান কেশবপুরের দিকে যাচ্ছিলো। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত দশটি দোকানে আঘাত করে। এতে চায়ের দোকানে ও হোটেলে নাস্তা করতে আসা এবং পথচারি মিলে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়।
মনিরামপুর ওসি মনিরুজ্জান জানান, কাভার্ড ভ্যানটি রাস্তা ছেড়ে অন্তত দশটি দোকানে আঘাত করেছে। এতে পাঁচ জন নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক-হেলপার পালিয়েছে। গাড়িটি আটক করে হেফাজতে নেয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রলির ধাক্কায় গত বৃহস্পতিবার রাত মোটরসাইকেল চালক সোহাগ হোসেন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হন আরো ২ জন। সোহাগ হোসেন মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের সাবদুল্লাহ হোসেনের ছেলে। দুই বন্ধু এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে। সে আনন্দে তারা মোটরসাইকেল নিয়ে লং ড্রাইভে বের হয়েছিল। ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর নিকট স্ট্রারিং ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর সোহাগ হোসেন ঘটনাস্থলে নিহত হন। মোটরসাইকেল আরোহীসহ আরো ২ জন গুরুতর আহত হয়েছে।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, সাতক্ষীরার আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো তিন। নিহতের নাম দেবাশীষ সরকার। তিনি নাকতাড়া গ্রামের অজয় চন্দ্র সরকারের ছেলে। গত বৃহস্পতিবার দিবগত রাতে আশাশুনি-ঘোলা সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহতদের আশংকাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বাগেরহাট জেলা সংবাদদাতা জানান, বাগেরহাটের মোল্লাহাটে নসিমন উল্টে আরাফাত শেখ নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আরো ১৩ জন আহত হয়েছেন। গত সকালে উপজেলার কাহালপুর এলাকার খুলনা-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। বিকেলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাতের মুত্যু হয়। নিহত আরাফাত শেখ উপজেলার কুলিয়া গ্রামের ঠান্ডু শেখের ছেলে।
পদ্মা সেতু উত্তর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার সাথে ধাক্কায় এক আরোহী নিহত হন। নিহতের নাম মো. মিনহাজ। গত বৃহস্পতিবার দিবাগত রাত চারটায় বঙ্গবন্ধু এক্সপ্রেসেওয়ের শ্রীনগর উপজেলার হাসাড়া আন্ডারপাস এলাকার সামনে ঢাকা থেকে মাওয়াগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লেগে চালক ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ