বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনজুর আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের সকল সেবা। তিনি বলেন দেশের মানুষের অভাব অনটন দুঃখ দুর্দশা লাঘবের লক্ষ্যে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট ৯০টি প্রতিষ্ঠান পরিচালনা করছে। তিনি বলেন, ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করে চট্টগ্রামবাসী প্রমাণ করবে তারা অকৃতজ্ঞ নয়। শুক্রবার বাদে জুমা এইচ এম ভবনে মশাবাহিত রোগবালাই থেকে অস্বচ্ছল ও দুঃস্থ জনগোষ্ঠীকে রক্ষার জন্য মশারী বিতরণ কর্মসূচিতে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মশারী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের পরিচালক ও তরুণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, সহ-সভাপতি লোকমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ, হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক নিজামুল আলম রাজু, ফারুক আজম, শাহিদুল আলম, শিক্ষাবিদ বাদশা আলম, শেখ রাসেল স্মৃতি সংসদ, উত্তর কাট্টলীর সভাপতি আবদুল্লাহ নাবিদ মনজুর সহ অন্যরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন তৈয়বীয়া জামে মসজিদের খতিব মাওলানা ইউনুচ। অনুষ্ঠানে এক হাজার অস্বচ্ছ্বল ও দুঃস্থ নারী-পুরুষের মাঝে মশারী, নগদ অর্থ ও নাস্তা বিতরণ করা হয়। #র ই সেলিম
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।