Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জকিগঞ্জের বরেণ্য আলেম মাওলানা ফখরুল ইসলামের ইন্তেকাল

জকিগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

সিলেট বিভাগের কৃতিসন্তান জকিগঞ্জ মাদরাসা শিক্ষার অন্যতম পৃষ্ঠপোষক মাওলানা ফখরুল ইসলাম ট্রাস্টের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্যস্থ্য শাহজালাল জামে মসজিদ কিথলী-এর ইমাম ও খতীব, আনজুমানে আল ইসলাহ ইউকের উপদেষ্টা, প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা ফখরুল ইসলাম আর নেই। ওমরাহ পালনরত অবস্থায় গত বৃহস্পতিবার দিনগত রাতে তিনি মক্কায় ইন্তেকাল করেন।

আল্লামা ফুলতলী ছাহেব (রহ.)-এর অত্যন্ত প্রিয়ভাজন মাওলানা ফখরুল ইসলাম সারা জীবন দ্বীনের খিদমতের পাশাপাশি এতিম অনাথ দুঃস্থ মানুষের জন্য গড়ে তুলেছেন শিক্ষা ট্রাস্ট, এতিমখানা এবং হাসপাতাল। দেশে থাকাকালিন সময়ে তিনি জকিগঞ্জ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীবের দায়িত্ব পালন করেছেন।
তার গ্রামের বাড়ি জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের মঙ্গলশাহ (গোটারগ্রাম)। খ্যতিমান এ আলেমের ইন্তেকালে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ