Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাগঞ্জে দোকান পুড়ে ছাই

মির্জাগঞ্জ (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি ভ্যারাইটিজ দোকান আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামের আনন্দবাজার এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের মালিক ওই গ্রামের মৃত তোফাজ্জল শিকদারের ছেলে পান্না সিকদার (৫৫) গত বৃহস্পতিবার রাত ৯টায় দোকান বন্ধ করে বাসায় চলে যায়। ওইদিন ভোররাতে স্থানীয় বাসিন্দা মো. ফরিদ খান ঢাকা থেকে এসে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে ওই দোকানে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়দের ডাকাডাকি করে। পরে স্থানীয়রা এসে দোকান মালিককে খবর দেয় কিন্তু ততক্ষণে দোকানটি আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা স্থানীয়দের। ক্ষতিগ্রস্থ দোকান মালিক পান্না সিকদার বলেন, আমার পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল দোকানটি পুড়ে যাওয়ায় আমি এখন নিঃস্ব। আমার দোকানের ভেতরে থাকা ফ্রিজ, টিভি ও গ্যাস সিলিন্ডারসহ দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। আমি সরকারের কাছে সাহায্যের দাবি জানাই। আমি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে দোকানটি দিয়েছি। এখন আমি কিভাবে ঋণের টাকা পরিশোধ করব? এ কথা বলে তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ