Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে শ্বেতার মনের মানুষের নাম প্রকাশ করলেন রচনা

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম


সাম্প্রতিক কালে নিত্য নতুন ধারাবাহিকের হাত ধরে বাংলা টেলিভিশনের দর্শকরা উপহার পেয়েছে একের পর এক সুপারহিট জুটি। দীর্ঘদিন এক সঙ্গে কাজ করার সুবাদে এই সব জনপ্রিয় জুটির মধ্যে ক্যামেরার পিছনেও তৈরি হয় মিষ্টি সম্পর্ক। কখনও নায়ক নায়িকার মধ্যে সেই সম্পর্ক হয়ে ওঠে ভালো বন্ধুত্বের আবার কখনও বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে সেই সম্পর্ক হয়ে ওঠে প্রেমের। রিল লাইফ জীবন সঙ্গীর মধ্যেই গল্পের নায়ক এবং নায়িকা খুঁজে পান তাদের বাস্তবের ভালবাসাকে। সম্প্রতি ধারাবাহিকে কাজ করতে গিয়েই নিজের মনের মানুষকে খুঁজে পেয়েছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। সোমবার থেকেই জি বাংলায় সম্প্রচারিত হতে চলেছে নতুন ধারাবাহিক ‘সোহাগ জল’। এই ধারাবাহিকেই নায়িকার চরিত্রে অভিনয় করতে চলেছেন শ্বেতা। ধারাবাহিকের প্রচারে নায়ক হানি বাফনা সহ অন্যান্য সহ অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে আসেন শ্বেতা। সেখানেই অভিনেত্রীর মনের মানুষের নাম ফাঁস করেন রচনা। সোহাগ জল ধারাবাহিকের আগে যমুনা ঢাকি ধারাবাহিকে নায়িকার ভূমিকায় অভিনয় করেন শ্বেতা। সেখানে শ্বেতার বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করেন রুবেল দাস। রুবেলের সঙ্গেই বাস্তবে মন দেওয়া নেওয়ার পালা সেরে ফেলেন অভিনেত্রী। ব্যস্ততার মাঝে সময় করে একে অপরের পরিবারের সঙ্গে সময় কাটান শ্বেতা এবং রুবেল। সম্প্রতি জি বাংলাতেই শুরু হয়েছে রুবেলের নতুনন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। দিদি নম্বর ওয়ানের মঞ্চে রচনা শ্বেতাকে প্রশ্ন করেন, সোহাগ জলে তো জুই খুবই সংসারী বিয়ে করতে চায় সংসার করতে চায়। শ্বেতা এবার তোমার বিয়ের প্ল্যানটা বল তো। দিদির প্রশ্নের উত্তরে শ্বেতা বলেন, হ্যাঁ আমিও বিয়ে করতে চাই। এরপরই সঞ্চালিকা রচনা বলেন, শ্বেতা যদি বলে ‘নিম ফুলের মধু’ তাহলে তা সব সময় সত্যি নয়। রচনার এই কথায় সেটে উপস্থিত কারোরই কিছু বুঝতে বাকি থাকে না। সকলেই হো হো করে হেসে ওঠে। দিদির কথায় লজ্জায় রাঙ্গা হয়ে ওঠেন শ্বেতা। বলেন, হ্যাঁ, নিম ফুলের মধু আরও একটা নতুন ধারাবাহিক সবাই দেখবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ