Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোল্লাহাটে নসিমন উল্টে নির্মাণ শ্রমিক নিহত, আহত-১৩

বা‌গেরহাট প্রতি‌নি‌ধি | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২২, ৭:১৫ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে নসিমন উল্টে আরাফাত শেখ (১৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আরো ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার কাহালপুর এলাকার খুলনা-ঢাকা মহাসড়কে এদুর্ঘটনা ঘটে। বিকে‌লে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় আরাফা‌তের মুত‌্যু হয়। নিহত আরাফাত শেখ উপজেলার কুলিয়া গ্রামের ঠান্ডু শেখের ছেলে।
এঘটনায় আহতরা হলেন, বাদল শেখ, রাকিব শেখ, মাসুম শেখসহ আরো কয়েকজন যাদের নাম পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, মাসুম শেখের ঢালাই গাড়ি নসিমনে করে কাজে যাচ্ছিল তারা। এমন সময় কাহালপুর এলাকায় পৌছালে নসিমনের একসেল ভেঙ্গে উল্টে সবাই নসিমনের তলে পড়ে ১৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এর মধ্যে আরাফাত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকা‌লে মারা যায়।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, যেহেতু নসিমন গাড়ি মহাসড়কে উঠা অবৈধ এবং তারা নিজেরা দুর্ঘটনা ঘটিয়েছে। মামলার ভয়ে তারা পুলিশকে না জানিয়ে গোপনে মহাসড়ক থেকে নসিমন সরিয়ে ফেলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ