Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহরে মাদ্রাসা শিক্ষার্থীদের কোরআনের ছবক প্রদান

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২২, ৬:৩৭ পিএম

পাবনার চাটমোহরে একটি মাদ্রাসার ১৫ শিক্ষার্থীকে কোরআনের ছবক প্রদান করা হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা চাটমোহরের হরিপুর মোমিনপাড়া ফোরকানিয়া হাফিজিয়া ক্বওমি মাদরাসা ও এতিম খানায় ১৫ জন শিক্ষার্থীকে ছবক ও কোরআন শরিফ প্রদান করা হয়।
মোহতামিম হাফেজ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও রওশন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. মকবুল হোসেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন
মথুরাপুর আবু হুরাইরা মসজিদের মোহতামিম মুফতি মওলানা মফিজ উদ্দিন।
অনুষ্ঠানে ছাত্রদছর উদ্দেশ্যে শিক্ষামূলক বক্তব্য প্রদান করা হয়। এ সময় উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক ছাত্র ও অবিভাকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সেইসাথে ছাত্রদের মঙ্গল কামনায় ও মোমিনপাড়া ফোরকানিয়া হাফিজিয়া ক্বওমি মাদরাসা ও এতিম খানা মাদ্রাসার জন্য দোয়া করা হয়। দোয়া শেষে মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রদের অভিভাবকদের মাঝে টুপি ও খাবার বিতরণ করা হয়।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ'সহ মাদ্রাসার ছাত্রদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ