Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাই সেনাজোনের আয়োজনে শান্তি চুক্তির ২৫বছর পূর্তি

কেউ শান্তির নামে অশান্তি সৃষ্টি করলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না- জোন কমান্ডার

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২২, ২:৫৬ পিএম

রাঙ্গামাটি কাপ্তাই সেনাজোন এলাকায় কেউ অশান্তি সৃষ্টি করলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। সেনাবাহিনী সব সময় শান্তি,উন্নয়ন ও সর্বদা নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। শুক্রবার (২ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় কাপ্তাই সেনাজোন অটল ছাপ্পান্ন আয়োজনে শান্তিচুক্তির ২৫বছর পূর্তি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্র্যালী,মটর শোভাযাত্রা কাপ্তাই উচচ বিদ্যালয় হতে শুরু করে শহীদ আফজাল হলে শেষ হয়।পরে এক আলোচনা সভা হয়। এবার প্রতিপাদ্য বিষয় ছিলো "ঐক্যের মাঝে শান্তি পাই পাহাড়ী বাঙালী ভাই ভাই"।কাপ্তাই সেনাজোন অধিনায়ক লেঃকর্ণেল মো.নূর উল্লাহ জুয়েল পিএসসি।শান্তির পায়েরা ও রঙিন পতাকা উড়িয়ে শান্তি চুক্তির ২৫ বছর উদ্বোধন করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি কাপ্তাই জোন অধিনায়ক লেঃকর্ণেল নূর উল্লাহ জুয়েল বলেন,কাপ্তাই জোন এলাকায় কেউ এক বিন্দু অশান্তি সৃষ্ঠি করলে তাকে ছাড় দেয়া হবেনা।পাহাড়ে বর্তমান সরকার উন্নয়ন করে চলছে।কেউ উন্নয়ন বাধাগ্রস্ত করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা সর্বদা শান্তি-শৃঙ্খলায় নিয়োজিত রয়েছি । আসুন আমরা সকলে বিভেদ ভুলে গিয়ে পার্বত্য এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করি। এসময় বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ও ভাইজ্যাতলী হেডম্যান থোয়াই অং মারমা।এসময় উপস্থিত ছিলেন জোনের উপ অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন, অধিনায়ক, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান, স্কুল শিক্ষার্থী,শিক্ষক,মুক্তিযোদ্ধা,পাহাড়ী -বাঙালীসহ এলাকার সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ