Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ

টঙ্গী সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২২, ১২:১৪ এএম

টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ প্রায় ২০ বছর পর এ সম্মেলন হচ্ছে। এই সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলন ঘিরে টঙ্গীর দুই থানাজুড়ে এখন সাজ সাজ রব। পদপ্রত্যাশীদের তোরণ, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে। এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছেন নেতাকর্মীরা। কারা আসছেন দুই থানায় শীর্ষ পদে সেটি জানতে কৌতূহলের শেষ নেই।

টঙ্গী সরকারি কলেজ মাঠকে সম্মেলনের ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন আয়োজক কমিটি। ইতোমধ্যে সভামঞ্চের কাজ প্রায় শেষের পথে। সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য শাহাবুদ্দিন ফরাজী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন নাহার ভূঁইয়া এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড আজমত উল্লা খান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগরের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডলসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রত্যাশীদের দৌঁড়ে যারা এগিয়ে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম।

পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি পদে আলোচনায় আছেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ৫২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আলীম মোল্লা, সাবেক ওয়ার্ড কমিশনার সেলিম মিয়া ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মুজিবুর রহমান খান।

পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন অবিভক্ত টঙ্গী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে. এম. নাসির উদ্দীন, ৫৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান টিটু, ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, অবিভক্ত টঙ্গী থানা যুবলীগের সভাপতি আব্দুস সাত্তার মোল্লা।

পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা হলেন ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার এমএম হেলাল উদ্দিন, অবিভক্ত টঙ্গী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন, ৫১নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন, আবু সাঈদ, আজিম হায়দার আদিম, নূর মোহাম্মদ শামীম ও মানিক মিয়া।

এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মতিউর রহমান মতি বলেন, প্রায় ২০ বছর পর থানা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। আমরা আশা করব দুই থানায়ই যেন দলের প্রকৃত ত্যাগী কর্মীদের কমিটিতে স্থান দেওয়া যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ