বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিজের কন্যা ছয় বছরের সন্তানকে হত্যার দায়ে মা সাদিয়া আক্তার আশাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে দিনাজপুরের জেলা ও দায়রা জজ মো. জাবেদ হোসেন। গতকাল বৃহস্পতিবার আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। রায়ে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৬ জুলাই নিজ বাড়িতে শ্বাসরোধ করে হত্যার পর সাদিয়া নিজে হাত-পা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। হাত-পা কাটার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সকালে বাড়ির লোকজন সাড়া না পেয়ে দরজা খুলে ভিতরে ঢুকে শিশুর লাশের পাশো সাদিয়াকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। জ্ঞান ফেরার পর সে নিজ সন্তানকে হত্যার কথা স্বীকার করে।
ঢাকায় আনসার ব্যাটেলিয়ানে চাকরির সুবাধে স্বামী এরশাদ আলী সে সময় বাসায় ছিলেন না। পারিবারিক কলহে এ ঘটনা ঘটেছে। পরে স্বামীর ভাই সাদিয়াকে আসামী করে পার্বতপুর থানায় মামলা দায়ের করে।
গতকাল রায় ঘোষণার পর আসামীকে জেলা কারাগারে পাঠানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।