Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউনাইটেড হসপিটালে ব্যবসায়ী আবুল কাশেমের ইন্তেকাল, দাফন সম্পন্ন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২২, ৮:৩১ পিএম

১০ দিন লাইফসাপোর্টে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল বুধবার সকালে রাজধানীর ইউনাইটেড হসপিটালে মারা যান কুমিল্লার বুড়িচং উপজেলার ওষুধ ব্যবসায়ী, রুমা মেডিকোর স্বত্বাধিকারী ও ইনকিলাব সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ’র চাচা আলহাজ্ব মো. আবুল কাশেম (৬২)।

বুধবার বাদ আছর জগতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জানাজাপূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন কুমিল্লা জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব জসিম উদ্দিন, উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক আলহাজ্ব কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও মরহুমের ভাই আলহাজ্ব কামাল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেযারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম খোকন, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান খান, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

বক্তারা মরহুম আবুল কাশেমের স্মৃতিময় নানাদিক তুলে ধরেন এবং তার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন। উল্লেখ্য, মরহুম আবুল কাশেম মৃত্যুকালে ৪ ভাই, স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ