Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নূহাশের সিনেমা প্রযোজনা করবে হলিউডের প্রযোজক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২২, ১২:১৪ এএম

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে সাড়া ফেলেছে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’। সিনেমাটি দেখে একে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দিতে এগিয়ে এসেছেন হলিউডের পরিচালক জর্ডান পিল ও অভিনেতা রিজ আহমেদ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে পরিচালক জর্ডান পিল তার প্রযোজনা সংস্থা মনকিপ ও অভিনেতা রিজ আহমেদ তার প্রতিষ্ঠান লেফট হ্যান্ডেড ফিল্মসের মাধ্যমে প্রযোজনা করবেন ‘মশারি’। এ ব্যাপারে নুহাশ বলেন, তাদের মতো তারকাদের থেকে সাপোর্ট পাওয়া আমার জন্য অনেক কিছু। যদিও আমি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে নতুন নই। দেশে মিউজিক ভিডিও, শর্টফিল্মস, ওটিটি-সহ অনেক কাজই করেছি। কিন্তুআমেরিকার প্রেক্ষাপটে আমি নতুন। আমেরিকার ইন্ডাস্ট্রিতে খুব বেশি সংযোগ নেই আমার। সেই ইন্ডাস্ট্রিতে এত দ্রুত এবং ভালো সাপোর্ট পাওয়া আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও ভালো লাগার বিষয়। মশারির গল্পে দেখা যায়, রক্তপিপাসু মশায় ভরে গেছে বিশ্ব। শেষ মানুষ হিসেবে বাংলাদেশে দুজন নারী জীবিত থাকেন। কিন্তু তারা অজানা আতঙ্কে মশারির ভেতরে রাত কাটান। নতুন বিশ্বে বেঁচে থাকার জন্য লড়াই করেন দুই বোন অপু ও নাইরা। এক রাতে মশারি ঠিক করার জন্য বাইরে বের হয় আয়রা। এ সময় অপুকেও উঠতে হয়। কিন্তু সেই সময়ই ভূতের মুখোমুখি হয়ে পড়েন দুই বোন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ