Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়া মিরপুরের রেললাইন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২২, ৬:৫৭ পিএম

কুষ্টিয়ার মিরপুরের আমবাড়িয়া ইউপি'র আমবাড়িয়া- জগন্নাথপুর রেলগেটের মধ্যবর্তী স্থানে(হালসা স্টেশন থেকে আনুমানিক ২ কিঃমিঃ দক্ষিণে) অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।যুবকের বযস আনুমানিক ২৫ বছর।তবে ঘটনাটি আত্মহত্যা না-কি হত্যা সেটা স্পষ্ট নয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে ওই এলাকার কৃষকেরা মাঠ থেকে ফেরার পথে ওই অজ্ঞাত যুবককে মশারী জাতীয় দড়ি দিয়ে গাছের ডালে ঝুলে থাকতে দেখে জীবিত আছে ভেবে দড়ি কেটে নিচে নামায়।পরে তাকে মৃত পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।তবে ঘটনাটি হত্যা না-কি আত্মহত্যা এবিষয়ে পরিষ্কারভাবে জানা যায়নি।

অনেক সন্ধান করার পরও এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত ওই যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।

ঘটনাস্থলটি চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত হওয়ায় আলমডাঙ্গা থানা পুলিশ লাশটি নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ