Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে একমাসে ১৮ নারী ও শিশু নির্যাতনের শিকার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২২, ৬:৪৩ পিএম

রাজশাহীতে একমাসে ১৮ নারী ও শিশু বিভিন্নভাবে নির্যাতিতের শিকার হয়েছেন। এরমধ্যে ১২জন নারী ও ৬ জন শিশু রয়েছে। বৃহস্পতিবার উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) জানায়। লফস রাজশাহী জেলায় দীর্ঘদিন যাবৎ নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে বলে তারা জানায়।

গত নভেম্বর মাসের তথ্যে লফস জানায়, একমাসের দু’জন শিশু ও তিনজন নারী হত্যাকান্ডের শিকার হয়েছেন। এক শিশু ও ৫ নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হন। আত্মহত্যা করেছে দুই শিশু ও দুই নারী। যৌনহয়রানির শিকার হয়েছে এক শিশু ও দুই নারী।

লফস’র নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, রাজশাহী অঞ্চলে নারী- শিশু নির্যাতনসহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি বলেন অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ