বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বোয়ালমারীতে আর্জেন্টিনা সমর্থকদের আতশবাজি ফোটানোর ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে বি এন পির নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার ভোর রাতের এ ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে আটক করেছে পুলিশ। অব্যাহত গ্রেফতার অভিযানের মুখে দলটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক আতঙ্ক উৎকন্ঠা বিরাজ করছে। গ্রেফতার এড়াতে দলের প্রথম কাতারের স্থানীয় অনেক নেতাকর্মী এলাকা ছাড়ছেন বলে জানাগেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানাযায়,বিশ্বকাপ ফুটবলের অংশ হিসাবে ঐ দিন গভীররাতে আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় আর্জেন্টিনা দল ২-০ গোলে বিজয় লাভ করে। উপজেলার সাতৈর ইউনিয়নের কানখরদী এলাকার কতিপয় আর্জেন্টিনা সমর্থক সারারাত খেলা দেখে ভোর বেলা ফরিদপুর-ভাটিয়া সড়কের কানখড়দী বাসষ্ট্যান্ড চত্বরে আতশবাজি ফুটিয়ে ও টায়ার জ্বালিয়ে আনন্দ-উল্লাস করে। এ খবর পেয়ে সকাল ৭ টার দিকে বোয়ালমারী থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে আতশবাজি ও প্রজ্বলিত টায়ারের কিছু আলামত সংগ্রহ করে থানায় নিয়ে আসে। এরপরই পুলিশ এ ঘটনাকে বি এন পি-জামাতের "নাশকতা মূলক তৎপরতা" আখ্যা দিয়ে গণমাধ্যমে বিবৃতি দেয় এবং একে পুঁজি করে দল দুটির নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান শুরু করে। উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলো মিটার দূরে কথিত এ বোমাবাজির ঘটনা ঘটলেও পুলিশ পৌর সদরের অনেক সিনিয়র নেতার বাড়িতে হানা দিচ্ছে। দুপুর ২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা ৩ জনকে আটক করেছে বলে জানাগেছে। গ্রেফতারকৃতরা হলেন-বোয়ালমারী পৌর বি এন পির সহসভাপতি খান আতাউর রহমান, সাবেক পৌর কাউন্সিলর উপজেলা বিএনপির সদস্য মোঃ ফরিদ হোসেন ও বি এন পি নেতা মোঃ রফিকুল ইসলাম। গ্রেফতার অভিযানের মুখে বিরোধী দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক আতঙ্ক-উৎকন্ঠ ছড়িয়ে পড়েছে। গ্রেফতার এড়াতে এলাকা ছাড়তে শুরু করেছেন অনেকে। এব্যাপারে ফরিদপুর -১আসনের সাবেক সাংসদ কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম গণমাধ্যম কে বলেন,আগামী ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ কে সামনে রেখে পুলিশ পরিকল্পিত ভাবে ধড়-পাকড় শুরু করেছে। ক্রীড়ামোদী দের আতশবাজি ফোটানোকে বোমাবাজির নাটক সাজিয়ে বি এন পি নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নাসিরুল ইসলাম বলেন,আওয়ামী মদদপুষ্ট পুলিশের এই দমন-পীড়ন আমাদের গণতান্ত্রিক অভিযাত্রা রোধ করতে পারবেনা। সৈরশাসকের হাতে নিপীড়িত,নিষ্পেষিত এ দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সফল হবো ইনশাআল্লাহ। জানতে চাইলে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ আঃ ওহাব গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকার গণসমাবেশ কে সামনে রেখে বি এন পি জামাতের নেতাকর্মীরা এলাকায় ব্যাপক নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। তারা মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও টায়ার জ্বালিয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করে। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায়। আমরা ঘটনা স্থলে পৌঁছলে বি এন পি নেতাকর্মীরা আমাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। আমরা ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেই। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আঃ ওহাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।