Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিবি পুলিশ পরিচয়ে মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোতালেবকে তুলে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২২, ১১:০২ পিএম

মানিকগঞ্জ জেলা বিএনপির সহ- সভাপতি মোতালেব হোসেনকে আইনশৃংখলা রক্ষাবাহিনী (ডিবি পুলিশ) পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

তিনি বলেন, কিছুক্ষণ আগে তাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। তবে তাকে থানা কিংবা জেলগেটে না নিয়ে যাওয়ায় তার পরিবার ও দলীয় নেতাকর্মীদের মাঝে চরম উদ্বেগ ও উৎকন্ঠা তৈরি হয়েছে। অনেকে দেখেছেন তাকে আরিচার দিকে নিয়ে যাওয়া হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে যাওয়ার কথা স্বীকার করছে না। রুহুল কবির রিজভী তাকে অবিলম্বে পরিবারের কাছে ফেরত দেয়ার দাবি জানান।

এর আগে তিনি মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন। তার মতো একজন বলিষ্ঠ নেতাকে তুলে নিয়ে স্বীকার না করায় মানুষের মাঝে সেই আগের অজানা আতঙ্ক বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ