বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজারে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও একইসাথে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল গতকাল এ রায় ঘোষণা করেন। আসামি কক্সবাজারের উখিয়ার রত্মাপালং ইউনিয়নের ভালুকিয়া লম্বাঘোনা গ্রামের মৃত সোনা আলীর ছেলে ছৈয়দ হোসেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতের পিপি অ্যাড. ফরিদুল আলম ফরিদ এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, ২০১৭ সালের ১ জুন দুপুরে আসামি ছৈয়দ হোসেন তার স্ত্রী মনজুরা খাতুনকে পিতার বাড়ি থেকে নিজ বাড়িতে ডেকে এনে ছুরিকাঘাতে খুন করে। এ ঘটনায় নিহত মনজুরা বেগমের পিতা খুইল্যা মিয়া বাদি হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।