বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে আল মামুন ও সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ছাত্রসমাজের নতুন কমিটি ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়। সম্মেলনে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা সমূহের কাউন্সিলর ও ডেলিগেটবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনের প্রথম পর্বে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সম্মেসলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরবৃন্দ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক সহ পূর্ণাঙ্গ কমিটি নির্বাচনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি’কে দায়িত্ব অর্পন করেন। কাউন্সিলরবৃন্দের সিদ্ধান্তের আলোকে জাতীয় পার্টির চেয়ারম্যান আগামী দুই বছরের জন্য জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আল মামুন, সিনিয়র সহ-সভাপতি হিসেবে মারুফ ইসলাম তালুকদার (প্রিন্স), সাধারণ সম্পাদক হিসেবে আশরাফুল ইসলাম ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. ইউসুফ’কে নির্বাচিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।