Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভারতে খুন চট্টগ্রামের সন্ত্রাসী ম্যাক্সন

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

 নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুরনবী ম্যাক্সনকে ভারতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কালিগঞ্জে এ খুনের ঘটনা ঘটে। ম্যাক্সনের ছোট ভাই আবছার উদ্দিন সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে কলকাতার বর্ধমান জেলার কালিগঞ্জে আমার ভাই ম্যাক্সনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। অনামিকা নামের এক নারী ঘুমের ওষুধ খাইয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেছে। এই নারী আমার ভাইকে ভারতের গ্রিন কার্ড, আধার কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে প্রথম দিকে ৪ লাখ টাকা দাবি করেছিলেন। আমি প্রথমে চার লাখ টাকা পাঠিয়েছিলাম। গতকাল বিকেলে ওই নারী অরো এক লাখ টাকা দাবি করেন। এ নিয়ে ওই মহিলার সাথে ভাইয়ের ঝগড়া হয়। এর জের ধরে তাকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। কালিগঞ্জ পুলিশের সাথে তাদের যোগাযোগ হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা শিগগির কলকাতায় যাব। সেখানে একটি হত্যা মামলা দায়ের হবে বলে পুলিশ আমাদের জানিয়েছে। তবে নগর পুলিশের কর্মকর্তারা এ বিষয়ে অবগত নন বলে জানান।
নগরীতে চাঞ্চল্যকর হত্যা, অস্ত্রবাজিসহ বেশ কয়েকটি মামলায় পলাতক আসামি ম্যাক্সন দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ