বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জনশৃঙ্খলা ব্যবস্থাপনায় আধুনিক কলা-কৌশল রপ্ত, দক্ষ প্রশিক্ষক তৈরি এবং অস্ত্র ও গোলাবারুদ চালানোতে পুলিশের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) টেইনিং অব ট্রেইনার্স (টট) কোর্স উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার রাজধানীর রাজারবাগ শহীদ এস আই শিরু মিয়া মিলনায়তনে ছয় দিন মেয়াদী ‘আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ ও জন-শৃঙ্খলা ব্যবস্থাপনা সংক্রান্ত টট কোর্স’ উদ্বোধন করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলম ফারুক। ডিএমপি জানায়, ডিএমপির আট জন জোনাল সহকারী পুলিশ কমিশনারসহ ৩৬ জন সশস্ত্র পুলিশ পরিদর্শক ও উপ-পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা এ কোর্সে অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারী কর্মকর্তারা সফলভাবে কোর্স সম্পন্ন করার পর পর্যায়ক্রমে ডিএমপিতে কর্মরত অন্যান্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেবেন। ডিএমপির পিআরঅ্যান্ডএইচআরডি বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার দক্ষ প্রশিক্ষকরা এ টট কোর্সে প্রশিক্ষণ দেবেন।
প্রশিক্ষণার্থীরা আগামী ৫ ডিসেম্বর টাঙ্গাইলের মহেড়ায় লাইভ ফায়ারিং অনুশীলন করবেন। ৬ ডিসেম্বর কোর্সটি সমাপ্ত হবে।
ডিএমপির প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স, ডেভেলপমেন্ট বিভাগের ডিসি আবুল হাসনাত খানের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দীন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।