Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালের পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২২, ৮:৩১ পিএম

থালা-বাসন ধুতে গিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে নিজ বাড়ির সামনে খালের পানিতে ডুবে রঞ্জিতা রানী (৪৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানান তার স্বজনরা। বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮ দিকে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কিসমতপুর গ্রামের নাটুয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের বড় মেয়ে মিতু জানায়, দীর্ঘদিন ধরে আমার মা মৃগী রোগে ভুগছিল। ঘটনার দিন সকালে খালের ঘাটে থালা-বাসন ধোয়ার জন্য যায় সে। পরে তার আসতে দেরি দেখে আমি খালের ঘাটে যাই এবং মাকে পানিতে ভাসতে দেখি। এ সময় চিৎকার দিলে বাড়ির লোকেরা এসে মাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মানিদ্র চন্দ্র হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ হুমায়ুন কবির বলেন, মৃতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ