Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে জাল নোটসহ এক জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২২, ৭:৪২ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে এক লাখ ৪৭ হাজার টাকা সমমূল্যের জাল নোটসহ এক জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তার ব্যক্তির নাম- মো. আরমান হোসেন ওরফে জাহাঙ্গীর ওরফে ব্লেড জাহাঙ্গীর (৩২)। বুধবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।


তিনি জানান, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১ হাজার টাকা সমমূল্যের ৯৭টি জাল নোট, ৫০০ টাকা সমমূল্যের ১০০টি জাল নোট ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদে র‍্যাব-১০ এর অধিনায়ক জানান, বেশ কিছুদিন ধরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জসহ আশপাশের বিভিন্ন ব্যস্ততম এলাকায় জাল টাকা সরবরাহ করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

গ্রেপ্তারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ