Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুর বিত্রনপির সভায় সরকারীদলীয়দের হামলা ভাংচুর, আহত ৩০

ক্ষমতা মানুষকে শুধু ক্ষমতা দেয় ভাল মানুষ বানায় না - ডঃ আব্দুল মঈন খান

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২২, ৭:০৪ পিএম

ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে পুলিশী নির্যাতন, গায়েবী মামলা, গুম খুনের প্রতিবাদে গতকাল বুধবারের বিক্ষোভ সমাবেশটি ছিল পূর্ব নির্ধারিত। ফরিদপুর প্রেসক্লাব চত্বরে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে মহানগর বিএনপির আহবায়ক এএফএম কায়ুম জঙ্গির সভাপতিত্বে, পুলিশের মিথ্যা মামলা, গায়েবী মামলা, পুলিশী নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশ চলছিল। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব খন্দকার মাসুকুর রহমান মাসুক, জেলা বিএনপির আহবায়ক জনাব সৈয়দ মোদাররেস আলী ঈছা, সদস্য সচিব জনাব একেএম কিবরিয়া,বিত্রনপির যুগ্ম-আহবায়ক আবজাল হোসেন খান পলাশ। জেলা যুবদলের সভাপতি জনাব রাজিব হোসেন রাজিব, মহানগর যুবদলের সভাপতি, বেনজির আহমেদ তাবরীজ সহ অন্যান্যরা।

হঠাৎ করে ৪০/৫০ জনের একদল সরকার দলীয়ও নেতা/কর্মীর নেতৃত্বে, ক্লাবের মাঠে এসে বিত্রনপির নেতাকর্মী দের লক্ষ্য করে ইট পাটল ছুড়তে থাকে। বিত্রনপি নেতাকর্মীরা মঞ্চ থেকে সকলে দ্রুত স্থান করলে মঞ্চে থাকা, সকল চেয়ারগুলো ভেঙ্গে গুড়িয়ে দেয় সরকার দলীয়রা এবং ব্যানার ফেস্টুন ও ছিঁড়ে ফেলে হয়। গতকালের বিত্রনপির বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি ,বিত্রনপির স্থানীয় কমিটির সদস্য জনাব, ডঃ আব্দুল মঈন খান গণমাধ্যম কে বলেন, গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক চর্চা করা খুবই বেদনাদায়ক। ক্ষমতা মানুষকে শুধুই ক্ষমতা দেয়,ভাল মানুষ বানায় না। নেতাকর্মীদের উপর এই ঘৃনতম হামলা ভাংচুরের ঘটনা অমানুষের কাজ।

ঘটনার খবর পেয়ে প্রেসক্লাবের সমাবেশ স্থানে ছুটে আসেন বিত্রনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম, তিনি তাৎক্ষণিক হামলার বিষয় তার প্রতিক্রিয়া ব্যক্ত করে গণমাধ্যম কর্মীদের বলেন, ইতিপূর্বে, দেশের বিভাগীয় শহরগুলোতে গনসমাবেশ করে আমরা সফল হয়েছি। প্রত্যেকটি গনসমাবেশ গনজোয়ারেরই হয়েনি জনস্রোতের ও জনতার ঢল নেমেছে। এ জনস্রোত দেখে আওয়ামীলীগ তথা প্রধানমন্ত্রীও ভীতু হয়ে পড়ছেন। গনসমাবেশ ঠেকাতে প্রত্যেক সমাবেশ স্থানে হামলা করা হয়েছে, গন গ্রেফতার হয়েছে, হাজার হাজার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা হয়েছে। দেশের পরিবহন নৌযান ফেরি বন্ধ করা হয়েছিল তারপরও গনজোয়ার ঠেকানো যায়নি।

আগামী ১০ তারিখ ঢাকায় বিত্রনপির মহাসমাবেশ থেকে সরকার পতনের ডাক আসতে পারে এই ভয়ে আওয়ামীলীগের সারাদেশের রাজনীতিতে এবং নেতাকর্মী সমর্থরা কঠিনভাবে দুর্বল হয়ে পড়ছে। ফরিদপুরের বিত্রনপির সভা মঞ্চের উপর নগ্ন হামলা, চেয়ার টেবিল ভাংচুর, নেতাকর্মীদের উপর হামলা আওয়ামীলীগের রাজনৈতিক দুর্বলতার একটি অংশ।

তিনি বলেন, ছাত্রলীগ, যুবলীগ আমাদের সভা মঞ্চে হামলা করে কমপক্ষে ৩০ জন নেতাকর্মীদের আহত করছেন। পাশা-পাশি কথিত অভিযোগ সাজিয়ে আমার দলের অন্তত ১০/১২ জন নেতাকর্মী কে আটক করেছেন। আমি দ্রুত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি চাই, তাদেরকে যে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এর তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা চোখে দেখেছেন কারা হামলা করছেন, আমি সকলের কাছে শুনেছি। ৩০/৪০ জন ছাত্রলীগ / যুবলীগের নেতাকর্মী এই ন্যাক্কারজন ও ঘৃণিত ঘটনা ঘটায়। এটা কোন রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ