Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে হত্যা মামলার আসামীর আমৃত্যু সশ্রম কারাদণ্ড

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২২, ৬:৪০ পিএম

শহরের কলাতলী হোটেল সুইট হোম রিসোর্টে এক ব্যক্তিকে হত্যার দায়ে ২ আসামির আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পৃথক আদেশে দণ্ডবিধির ২০১ ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

আসামিরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও বাবদি ইউনিয়নের নয়াপাড়ার আবদুর রবের ছেলে মো. মোতালিব প্রধান (৩৫) ও আবদুস সালামের ছেলে পারভেজ হোসেন প্রকাশ বাবু (৩৬)। আজ রায় ঘোষণাকালে তারা আদালতে উপস্থিত ছিলেন।

কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল বুধবার (৩০ নভেম্বর) জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন । আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এ তথ্য নিশ্চত করেন ।

২০২১ সালের ১৫ মার্চ রাত ৯টার দিকে সুইট হোম রিসোর্টে আবদুল মালেক (২৪) নামক যুবক খুন হন । তিনি কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের (ঘোনার পাড়া) বাদশার ঘোনার জাকের হোসেনের ছেলে ।

এ ঘটনায় নিহতের ভাই আবদুল খালেক বাদী হয়ে পারভেজ হোসেন প্রকাশ বাবু, মো. মোতালিবসহ আরো অজ্ঞাত ২-৩ জনকে আসামী করে ফৌজদারী দণ্ড বিধির ৩০২/২০১/৩৪ ধারায় কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ।

যার কক্সবাজার সদর থানা মামলা নং- ৫৩/২০২১, জিআর মামলা। যার কক্সবাজার সদর থানা মামলা নং-৩/২০২১, জিআর মামলানং-১৮৭/২০২১ এবং এসটি মামলা নং-১১৮২/২০২১ ৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ