বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের রাউজানে স্বপন চন্দ্র নাথ প্রকাশ ঝন্টু (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। (৩০ নভেম্বর) বুধবার বিকেল সাড়ে ৩টায় রাউজান পৌরসভার জলিল নগর জগন্নাথ মন্দিরের পেছনের একটি মার্কেটের দ্বিতীয় তালা থেকে এঙ্গেলের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ৭নং রাউজান সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের বজন্দ্র কবিরাজের ছেলে ও জলিল নগরের থানা রোর্ডের পাশে আহমদ উল্লাহ মাইজভান্ডারি স্টোর নামক পান, সুপারি ও জর্দা বিক্রয়কারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী।
জানাগেছে তিনি প্রতিদিনের মতো দোকানে যাওয়ার কথা বলে বুধবার সকাল ৭টায় ঘর থেকে বের হন। সকালে দোকান খুলেননি, দুপুরের খাবার খেতে না যাওয়ার পরিবারের সদস্যরা খবর নিতে তার দোকানে গেলে দোকানের উপরের তালায় ঝুলন্ত লাশ দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
তার ভাই জিসু দেব নাথ বলেন, ড্রামের উপর লোহার মোড়ার উপর দাঁড়িয়ে ফাসিতে ঝুলে আত্মহত্যা করেছে আমার ভাই। কি কারণে আত্মহত্যা করেছে কিছুই বুঝতে পারছিনা। প্রতিদিন মোটরসাইকেল নিয়ে বের হলেও বুধবার মোটরসাইকেল ঘরে রেখে বের হন।
পারিবারিক কোনো অশান্তি নেই জানিয়ে তিনি বলেন, এক ছেলে ও দুই মেয়ে সন্তানের মধ্যে এক মেয়েকে বিয়ে দিয়েছেন।এই ঘটনায় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি৷
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি৷ ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি জলিল নগর থানা রোডের পাশে ভাসমান পান বিক্রি করতেন। পরে দোকান ভাড়া নিয়ে আহমদ উল্লাহ মাইজভান্ডারি স্টোর নামক পান, সুপারি ও জর্দা বিক্রয়কারী প্রতিষ্ঠানে ব্যবসা করতেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।