বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠিকাদার পরিচয়ে নকল চালান দিয়ে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ায় তরিকুল ইসলাম (৩০) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, তথ্য প্রযুক্তির অপব্যবহার করে দৈনিক স্বাধীন বার্তা নামক অনুমোদনবিহীন নিউজ পোর্টাল, ফেইসবুক অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল খুলে নিজেকে সম্পাদক, প্রকাশক ও সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত করে আসছিলেন তরিকুল। তিনি অসাধু ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় নকল চালান দিয়ে দেড় কোটি টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে কথিত সাংবাদিক খাদ্য গুদাম থেকে খাবার সংগ্রহ করে অন্যত্র বিক্রি করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তরিকুল জানিয়েছে, তিনি সাংবাদিকের নাম ব্যবহার করে প্রতারণা ও চাঁদাবাজী করে আসছিলেন। গত সোমবার কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।