Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘প্রবাসী-বন্ধু’ উপাধি পেলেন অ্যাড. মনজিল মোরসেদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

‘প্রবাসী-বন্ধু’ উপাধিতে ভূষিত হলেন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ’ (এইচআরপিবি) র প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ। ২৭ নভেম্বর যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডস্থ ‘লন্ডন এন্টারপ্রাইজ’ এ অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে তাকে এ উপাধি দেয়া হয়। সংস্থার ইউকে শাখার উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সেমিনারে প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানে বিশেষ ট্রাইব্যুনাল গঠনসহ বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে আলোকপাত করেন বক্তারা। এইচআরপিবি-ইউকে শাখার সভাপতি মো: রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলার আয়াস মিয়া, ডেগেনহাম কাউন্সিলের মেয়র ফারুক চৌধুরী, ওয়ার্দিং কাউন্সিলের মেয়র ফেরদৌস হেনা চৌধুরী, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার অহিদ আহমদ, সাবেক স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই, সাবেক স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর কামরুল ইসলাম, কাহহার চৌধুরী, সিটি অব লন্ডন কাউন্সিলের কাউন্সিলর মনছুর আলী, রেডব্রিজ কাউন্সিলের সাবেক কাউন্সিলর সাঈদা চৌধুরী, নিউহাম’র কাউন্সিলর ওসমান গণি, ফয়জুর রহমান, লন্ডন বাংলা প্রেসক্লাবের জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ প্রমুখ বক্তৃতা করেন। সেমিনারে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের রূপরেখা প্রকাশ করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বক্তারা নিজ দেশ বাংলাদেশ ভ্রমণের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে নানা ক্ষেত্রে হয়রানি বন্ধের দাবি জানান।

আগের মতো বৃটিশ পাসপোর্টকে আইডি হিসেবে গ্রহণ করে ‘ নো-ভিসা’ ও ‘পাওয়ার অব অ্যাটর্নি প্রদান, প্রবাসীদেও এনআইডি ও পাসপোর্ট প্রদানের কাজ দ্রুতকরণ, প্রবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, তাদের জায়গা-জমি, ব্যবসায়িক প্রতিষ্ঠান জবর-দখল ও হয়রানি নিরসনের দাবি জানান। সেমিনারে যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্র, সুইডেন, রিপাবলিক অব আয়ারল্যান্ড ও ফ্রান্সের প্রতিনিধিগণ অংশ নেন। সেমিনার বাস্তবায়নে বিশেষ সহযোগিতায় ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এলাইচ মিয়া মতিন,আন্তর্জাতিক সেক্রেটারি শাহ মুনিম প্রমুখ। পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে সেমিনার শুরু হয়।
উল্লেখ্য, ‘হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ-ইউকে’ ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রবাসীদের নানা সমস্যা নিরসনে নিরলসভাবে কাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ