প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তারকাদের নামে ফেক ফেসবুক আইডি খোলা নতুন কিছু নয়। এ নিয়ে তারা বেশ বিব্রতকর পরিস্থিতির শিকার হন। কেউ কেউ তারকাদের একাধিক ফেসবুক খুলে তাদের নামে চালিয়ে দিচ্ছে। পরবর্তীতে তারকাদের ঘোষণা দিয়ে বলতে হয়, এসব ফেসবুক তাদের নয়। সম্প্রতি চার তার তারকার ফেসবুক নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। প্রখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী শবনম, অভিনেত্রী আফসানা মিমি, শাবনূর ও পপি। গত ২৭ নভেম্বর ফেক আইডি ‘সাদিকা পারভীন পপি’ থেকে পোস্ট দেয়া হয়, ‘আমার বান্ধবী কাজী শারমিন নাহিদ নূপুর এর জন্য সবাই দোয়া করবেন।’ এতে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকেই এ পোস্টের পর জানতে চান শাবনূরের কি হয়েছে। তবে এই আইডি থেকে কোনো উত্তর দেয়া হয়নি। তাছাড়া শাবনূর অসুস্থ বা কোনো সমস্যার মধ্যে নেই। তিনি অষ্ট্রেলিয়াতে ভালো আছেন, সুস্থ আছেন। পরবর্তীতে জানা যায়, এটি পপির নামে খোলা ফেক আইডি। শাবনূর নিজেও তার এই ফেক আইডি নিয়ে বারবার নিজের ভেরিফাইড পেজ এবং নিজের আইডি’তে পোস্ট দিয়েছেন। কারণ তার ফেক আইডি ‘কাজী শারমিন নাহিদ নূপুর’ আইডি থেকে এর আগে টাকাও চাওয়া হয়েছে। পপি’র পারিবারিক সূত্রে জানা যায়, পপির কোনো ফেসবুক আইডি নেই। যারা তার আইডিতে রয়েছেন, কোনো ধরনের বাজে পরিস্থিতির মুখোমুখি হলে তার দায়ভার তাদের নিজেকেই নিতে হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। শবনম জানান, ‘তার নিজের ফেসবুক আইডি আছে। সেটার নাম ঝরনা বসাক। অথচ আমার নামে ফেসবুক আইডি খুলে আমার কাছের মানুষদের রিকোয়েস্ট পাঠাচ্ছে। আফসানা মিমি বলেন,‘ আমাকে অনেকেই ফোন করে জানতে চেয়েছেন, আমার কোনো ফেসবুক আইডি আছে কিনা। আমি সবাইকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, ফেসবুকে আমার কোনা আইডি নেই। যারা না জেনে এমন আইডির সাথে সম্পৃক্ত আছেন, তারা নিজ দায়িত্বে সেখান থেকে সরে আসবেন। শবনম, আফসানা মিমি, শাবনূর, পপি’র মতো আরও অনেক তারকার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে তা নিয়মিত চালিয়ে যাওয়া হচ্ছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ফেক আইডির জন্য কোনোরকম বিপদের মুখোমুখি হতে না হয়, সেজন্য ডিএমপি’র সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এবং পুলিশ সাইবার সাপোর্ট ফর ওম্যান’র কাছে তারা বিশেষভাবে অনুরোধ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।