প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা দীর্ঘ ১৩ বছর পর ‘চ্যানেল আই সেরা কন্ঠ’র প্রধান বিচারক হিসেবে কাজ করতে যাচ্ছেন। ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে ‘ঐক্য ডটকম ডটবিডি চ্যানেল আই সেরাকন্ঠ ২০২৩’ শুরু হতে যাচ্ছে। সপ্তমবারের মতো এ প্রতিযোগিতা হতে যাচ্ছে। এবারের প্রধান তিন বিচারক হিসেবে থাকছেন রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। রুনা লায়লা বলেন, দীর্ঘদিন পর চ্যানেল আই আয়োজিত সেরা কন্ঠ’র সাথে সম্পৃক্ত হতে পেরে ভীষণ ভালো লাগছে। যারা এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের প্রতি আমার একটাই কথা, তারা যেন গান চর্চায় নিয়মিত থাকে। সঙ্গীত এমনই একটি বিষয় নিয়মিত চর্চায় না থাকলে ভালোভাবে গাওয়া সম্ভব নয়। তিনি বলেন, এর আগেও আমি সেরা কন্ঠতে বিচারক হিসেবে ছিলাম। সেই সময়ের অনেকেই এখন ভালো করছে। কেউ কেউ আবার সুরও করছে। তাদেরকেও বলছি, তোমরা গান নিয়মিত চর্চা করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।