রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলের গালা ইউনিয়নের ভাটচাঁন্দা গ্রামের নির্মমভাবে নিহত শিশু জুয়েলের হত্যাকারীদের চিহ্নিতপূর্বক গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বিলমাগুরাটা ও ভাটচাঁন্দা গ্রামের এলাকাবাসী। গতকার রোববার সকালে ভাটচাঁন্দা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করে। পরে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন ও টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম-এর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ নিহত জুয়েলের বাবা-মা। উল্লেখ্য, গত ১৯ নভেম্বর শনিবার ভোরে বাড়ির পাশে ধান ক্ষেতের উপর ডান চোখ উপরে ফেলানো এবং রক্তাক্ত অবস্থায় শিশু জুয়েলের লাশ পাওয়া যায়। পরে অজ্ঞাত নামা আসামী দিয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি মামালা করা হয়। এখন পর্যন্ত এ মামলায় কোন আসামী শনাক্ত হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।